Uncategorized
টানা দুই হারের পর যা বললেন মাহমুদউল্লাহ






পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ।





দুই দিনে দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খোয়াল





মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। টানা দুই হারের ব্যাখ্যায় ম্যাচ





শেষে মাহমুদউল্লাহ বলেন, আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। কিন্তু শান্ত ও আফিফ ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে পুঁজি করতে পারিনি। তিনি আরও বলেন,আমার মনে হয় আমাদের মত দলের একটা সেট ব্যাটার দরকার ১৫তম ওভার পর্যন্ত, আমরা সেটা করতে পারিনি। সবাই ভালো ব্যাটিং, ফিল্ডিং, ক্যাচ নেওয়াও অনেক চেষ্টা করছে। কিন্তু সুযোগগুলো মিস হয়ে যাচ্ছে। আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস, আমাদের বোলিং ইউনিট অসামান্য অবদান রাখছে। ব্যাটিং ইউনিটিতে আমাদের আরো ভালো করতে হবে।