Uncategorized

নিউ ইয়র্ক থেকে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব

গত ১২ নভেম্বর মার্কিন মুলুকে গেছেন ঢালিউড কিং শাকিব খান। প্রথমবার

হওয়ায় প্রবাসীদের জন্য তার এ সফর যেন চমকপ্রদ। তবে শুধু প্রবাসী নয়,

দেশের ভক্তদের জন্যও এই তারকা দিলেন চমক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন শাকিব খান। রোববার সন্ধ্যায় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) অনুষ্ঠিত ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। যিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাকিব খান বলেন,

আমাদের বাংলাদেশী সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে এতোদিন শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশী দূরে নয়। শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, বিমানে শাকিব এবং আমি একসঙ্গে এখানে (নিউ ইয়র্ক) এসেছি। সেলফমেড বলতে যা বোঝায় একটা মানুষ কীভাবে নিজেকে তৈরি করে পারে, আমি বিস্ময়ের সঙ্গে শাকিবকে সেভাবে দেখেছি। নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, নতুন এই সিনেমার গল্প, চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস এঞ্জেলস, নিউ ইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। ২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইউর্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুইবছর কোভিডের কারণে শুটিং প্লান করেও পেছাতে হয়। ২০২২ সালে শুটিং হবে।

Related Articles

Back to top button