রমজানে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতায় মেতেছে সৌদি






পবিত্র রমজান মাস এলেই পরিবর্তন হয়ে যায় সৌদি আরবের





ব্যবসায়ীদের কাজের সময়। মধ্যরাত পর্যন্ত খোলা থাকে মার্কেট।





গভীর রাত পর্যন্ত চলে জমজমাট বিক্রি। সঙ্গে সঙ্গে হিড়িক পড়ে





যায় বিভিন্ন নিত্যপণ্যের দাম কমানোরও। যদিও মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশের ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। তবে এর উল্টো চিত্র দেখা যায় সৌদি আরবে। দেশটির সুপারশপসহ সবখানে চলছে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। রমজান মাস শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্যছাড়ের হিড়িক পড়ে যায় দেশটিতে। পবিত্র মাসে কর্মঘণ্টা কম থাকায় কিছুটা বিশ্রামের সুযোগ পান প্রবাসী বাংলাদেশিরাও। ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকটে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেলেও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র মাস রমজান উপলক্ষে এ চিত্র থাকে সম্পূর্ণ বিপরীত। মাহে রমজান উপলক্ষে কমানো হয়েছে জিনিসপত্রের দাম। সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে চলে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের প্রতিযোগিতা। ছোলা, মুড়ি, চাল, ডাল, তেল, চিনিসহ রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে। সেগুলোর পর দেয়া হয়েছে বিশেষ ছাড়। বিভিন্ন দেশের পণ্যের পাশাপাশি বাংলাদেশের আমদানিকারক ব্যবসায়ীরা পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ীরা বলেন, রমজানের সময় আমাদের এখানে সব পণ্যে বিশেষ ছাড় থাকে। তাতে প্রাবাসী ভাইয়েরা কম মূল্যে কেনাকাটা করতে পারে।