Uncategorized

৮ লাখ কোটি টাকায় গ্রামীণফোন কিনেছি, মন্ত্রীকে ফোন!

আট লাখ কোটি টাকায় গ্রামীণফোন কেনার দবি করেছেন এক ব্যক্তি।

আর এই দাবি জানিয়ে খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা

জব্বারকে ফোন দিয়েছেন তিনি। ‘অদ্ভুত’ সেই ফোন কলের ঘটনা

বুধবার ফেসবুকে তুলে ধরেছেন মন্ত্রী। বিডি২৪লািইভ-এর পাঠকদের জন্য মন্ত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- বড় অদ্ভুত একটা ফোন পেলাম একটু আগে। এক লোক ফোন দিয়ে বললো, তার নাম রাসেল। সে গ্রামীণফোনের মালিক। ২০১৬ সালে ৮ লক্ষ কোটি টাকা দিয়ে গ্রামীণফোন কেনা হয়েছে। তার আত্মীয় স্বজনদের দৃষ্টি আকর্ষণ করছি, তার উন্নত চিকিৎসা করার জন্য। গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর, বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ফোন অপারেটর হিসেবে সেবা দিচ্ছে। বিটিআরসির তথ্যমতে, দেশে মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ১৭ কোটি ৮৬ লাখ, যার মধ্যে ৮ কোটি ৩১ লাখ গ্রাহকই গ্রামীণফোনের।

Related Articles

Back to top button