আলোচিত খবর

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা করেছে: শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। তাদের এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। না হলে তারা আবারো চরম পর্যায়ে চলে যাবে।
বুধবার দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় পখিরার পীর মরহুম ছগির মাহমুদের কবর জিয়ারত শেষে সাবেক নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে টানা ১৪ বছর ক্ষমতায় আছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারাদেশের উন্নয়ন দেখে জনগণ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবে।

শাজাহান খান আরো বলেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় আবারো কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।

তিনি বলেন, আওয়ামী লীগের এ নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কমিটির দায়িত্বই হবে সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগকে জয়ী করা।

Related Articles

Back to top button