আলোচিত খবর

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

ক্ষমতাগ্রহণের মাত্র ৪৪ দিন যেতে না যেতেই সরে

দাঁড়ালেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তা বাস্তবায়ন করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, আমি স্বীকার করছি… যে প্রতিশ্রুতির ভিত্তিতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছিলাম, তা দিতে পারবো না। ট্রাস বলেন, তিনি বিশাল অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।

Related Articles

Back to top button