আলোচিত খবর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার জান্তা সরকার রাজি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লক্ষাধিক

রোহিঙ্গাকে নিজ দেশে ফিরে নিতে মিয়ানমার জান্তা সরকার রাজি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে কবে নাগাদ রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া হবে এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি চীন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক দমন-নিপীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এসব পালিয়ে আসা রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহত চাপ প্রয়োগ করে আসছে। এরই মধ্যে উভয় দেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

Related Articles

Back to top button