কথা ছিল চকলেট দেবেন, করলেন ‘সর্বনাশ’






চট্টগ্রামের লোহাগাড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে





ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লোহাগাড়ায় থানায় মামলা





করেছেন ভুক্তভোগী শিশুটির মা। অভিযুক্তের নাম জাহাঙ্গীর আলম। তিনি ওই উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ পানত্রিশ এলাকার শফিকুর রহমানের ছেলে। তার একটি সন্তান রয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেলে জাহাঙ্গীরের বাড়িতে খেলতে যায় ওই শিশু।





খেলার একপর্যায়ে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নেন জাহাঙ্গীর। এরপর তাকে ধর্ষণ করেন। তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরের ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ভুক্তভোগী শিশু। পরে শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এরপর তাকে হাসপাতালে নিতে চাইলে মাকে বাধা দেন জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় রোববার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেন চিকিৎসক। লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।