আলোচিত খবর

কক্সবাজারের সব হোটেলেই ৭০% পর্যন্ত মূল্যছাড়

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে চলছে ছাড়ের মেলা!আগামী

২৭ সেপ্টেম্বর থেকে পুরো এক সপ্তাহ কক্সবাজারের সব

হোটেল-মোটেলে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

শনিবার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন কক্সবাজারের সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মো. আবু সুফিয়ান। দিবস ঘিরে সৈকতের লাবণী পয়েন্টে বসছে পর্যটন মেলা। উৎসব চলাকালীন সব রেস্তোরাঁয় ৫০ শতাংশ, ওয়াটার বাইক ও বীচ বাইকে ২০, প্যারাসেলিংয়ে ৩০, গাড়ি পার্কিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়া ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তোলায় প্রতি কপিতে দুই টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে। মো. আবু সুফিয়ান বলেন, আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই। আমরা চাই কক্সবাজারের প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকরা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করুক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও জানান, অনুষ্ঠানে থাকছে মেলা, সেমিনার, কনসার্টসহ আরও নানা আয়োজন। মেলায় বিভিন্ন বিষয়ে ২০০টি স্টল থাকবে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার ও পর্যটন সেলের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

Related Articles

Back to top button