Uncategorized

সেই শিক্ষিকাকে বিয়ে করলেন মামুনুল হক

অভিনেতা মামুনুল হক ‘চড়ুইভাতি’ নাটকে বুয়েট শিক্ষিকার প্রেমে পড়েছিলেন।

এমনকি ঢাকার অদূরে শিক্ষিকার সঙ্গে গোপনে ডেটেও গিয়েছিলেন।

সেই শিক্ষিকাকেই বাস্তবে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী হাবিবা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক। জানা যায়, ২০১৬ সালে মামুনুল-হাবিবার পরিচয়। দীর্ঘদিনের পরিচয় শেষে গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গেলো শুক্রবার (৫ নভেম্বর) ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেতা। মামুনুল গণমাধ্যমকে বলেন, ‘দুজনের কমন সার্কেলের মাধ্যমে পরিচয়। দুজনকে বোঝার জন্য সময় নিয়েছিলাম। এর মধ্যে আমাদের ভালো লাগা, কিছুটা মান-

অভিমানও হয়েছে। পরে বুঝতে পারলাম হাবিবার মধ্যে শ্রদ্ধা করার মতো অনেক কিছু আছে।’ অন্যদিকে এই অভিনেতাকে বিয়ে প্রসঙ্গে হাবিবা রহমান বলেন, ‘মামুনুল যে কাজই করেন, অনেক মনোযোগ দিয়ে করেন। আমার মনে হয়েছে, মানুষ হিসেবে ওনার সঙ্গে থাকা যায়। কারণ উনি খুব সংবেদনশীল একজন মানুষ, খুব শৌখিন। তার আরও কিছু বিষয় ইউনিক মনে হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নেই। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই। আমরা যেন সুখী হতে পারি।’ মামুনুল হকের প্রথম নাটক আনিসুল হক রচিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘চড়ুইভাতি’ (২০০২)। নতুন ধারার সাহসী এই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান মামুনুল। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করলেও সেভাবে আলোচনায় আসেননি তিনি। মামুনুল সম্প্রতি ‘পাতাল ঘর’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি চাকরি করেন ইউনিসেফে।

Related Articles

Back to top button