এমএমএস ভিডিওর পর ফের ভাইরাল ভোজপুরি নায়িকার নতুন ভিডিও





ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিং।





সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম শিরোনামে।





তাঁর ভাইরাল এমএমএস নিয়ে নানা ধরনের খবর সামনে আসছে। এমনকি এই এমএমএস নিয়ে অক্ষরা সিংয়ের একটি ভিডিওও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অক্ষরা সিংকে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিওতে অক্ষরা হাত জোড় করে সবাইকে অনুরোধ করছেন ভুল না বোঝার জন্য। অক্ষরা সিংয়ের এই এমএমএস ভিডিওর পুরো সত্যতা কী? তা জেনে নিন… সম্প্রতি, অঞ্জলি অরোরার পর ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের এমএমএস ফাঁস হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ছড়িয়ে পড়ে যে সবাই এই এমএমএস নিয়ে আলোচনা করছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় এমএমএস ফাঁসের খবরের সঙ্গে সঙ্গে অক্ষরা সিংয়ের একটি কান্নার ভিডিও খুব ভাইরাল হয়েছিল। এই ভাইরাল ভিডিওতে তিনি বলেছেন যে অক্ষরা এমএমএস ফাঁসের পরে বিরক্ত হয়ে কাঁদছেন।