এক ডুবে ৫২ মিনিট, দৌড়াতে পারে ১৬ কিলোমিটার!






এক ডুব দিয়ে পানির নিচে প্রায় ১ ঘণ্টা থাকতে পারেন





নাঈম ইসলাম হাওলাদার নামে ১৯ বছর বয়সী এক যুবক।





এ ছাড়া একনাগাড়ে ১৬ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারেন তিনি। সম্প্রতি নাঈমের পুকুরে ডুব দিয়ে ৫০ মিনিট থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তাকে নিয়ে শুরু হয় চাঞ্চল্য। এ ছাড়া বাদুড়ের মতো করে উল্টো হয়ে শুধু পায়ের পাতা দিয়ে নিজেকে গাছের কাণ্ডের সঙ্গেও আটকে রাখতে পারেন তিনি। এমনকি তিন তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েও অক্ষত আছে এ যুবক! পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামে নাঈমের বাড়ি। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা নাঈম পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজারে তার বাবা রফিকুল ইসলাম হাওলাদারের রাইস ও মসলার মিলের দেখাশোনা করেন। ছোটবেলা থেকেই দীর্ঘ সময়





শ্বাস ধরে রাখার শখ ছিল নাঈমের। এ জন্য মাঝেমধ্যে তিনি পানিতে ডুব দিয়ে অনেক সময় ধরে অবস্থানও করতেন। একদিন বন্ধুদের সামনে পানিতে ডুব দিয়ে প্রায় ৫০ মিনিট ছিলেন পানির নিচে। তার এ ডুবে থাকার ঘটনা বন্ধুরা ভিডিও করে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই থেকে আলোড়ন শুরু। স্থানীয়রা পত্তাশী বাজার মসজিদ সংলগ্ন পুকুরে নাঈমের পানির নিচে ডুবে থাকার বিস্ময়কর দৃশ্য এলাকাবাসীকে দেখানোর আয়োজন করে। সেদিন এই দৃশ্য দেখতে পুকুরপাড়ে ভিড় জমায় স্থানীয় জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ। সেদিন নাঈম পানির নিচে এক ডুব দিয়ে ছিল ৫২ মিনিট। পানিতে ডুব দেওয়ার আগ পুকুরে চারটি বাঁশের টুকরো আটকে নিতে দেখা গেছে তাকে। তবে নাঈমের এসব কার্যকলাপে চিন্তিত তার পরিবার। তাদের আশঙ্কা, এসব করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।