নবজাতক ও ভাই-বোনের সহায়তায় ব্যাংক অ্যাকাউন্ট চালু






ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মা-বাবা-বোন নিহতের





সময় মায়ের গর্ভ ফেটে আশ্চর্যজনকভাবে জন্ম নেয়া নবজাতক





কন্যা এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য খোলা হয়েছে একটি যৌথ ব্যাংক একাউন্ট। সোমবার ডিসি মোহাম্মদ এনামুল হকের নির্দেশে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়। সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশালের ইউএনও মো.





আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টটি খোলা হয়েছে। যার নম্বর ‘৩৩২৪১০১০২৮৭২৮’ । নবজাতক ও তার দুই ভাই-বোন নাবালক হওয়ায় তাদের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে একাউন্টটি পরিচালিত হবে। এ পরিবারটিকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা এই অ্যাকাউন্ট নম্বরে সহায়তার অর্থ পাঠাতে পারেন।