Uncategorized

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

বৃহস্পতিবার দল ঘোষণা করা হবে এটা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে চার ফুটবলারের চোটের কারণে সেই সিদ্ধান্ত জানাতে হেড কোচ

হাভিয়ের ক্যাবরেরাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আগেই সেই চার ফুটবলারকে নিয়ে শঙ্কা ছিল যে তারা স্কোয়াডে থাকবেন কি না। শেষ

পর্যন্ত উত্তরটিা নাবোধকই হলো। আরও পড়ুন: ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি ২৩ সদস্যের দলে যারা রয়েছেন তাদের মধ্যে নতুন তিনজন। তারা হলেন- গোলরক্ষক নাঈম, ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন ও মিডফিল্ডার পাপন সিংহ। প্রথম পছন্দের গোলরক্ষক আনিসুল ইসলাম জিকোও রয়েছেন এই স্কোয়াডে, সুযোগ পেয়েছেন আশরাফুল ইসলাম রানাও। জামাল ভূঁইয়া তো আছেনই। ফরোয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন

মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিমরা। ডিফেন্ডার হিসেবে বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আবাহনীর টুটুল হোসেন বাদশা, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের রায়হান হাসনাতরা দলে জায়গা করে নিয়েছেন। আরও পড়ুন: প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা বাংলাদেশের বাংলাদেশ স্কোয়াড আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম রানা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু

আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, মেরাজ হোসেন অপি, জামাল ভূঁইয়া, পাপন সিং, জাফর ইকবাল, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন ও মাহবুবুর রহমান সুফিল।

Related Articles

Back to top button