Uncategorized

ফতোয়া না মানায় কাশ্মীরে অভিনেত্রীকে হত্যা

কাশ্মীরের বুধগামে নিজের বাড়ির সামনেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাট। কাশ্মীর পুলিশের বরাত

দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার (২৫ মে) সন্ধ্যায় অভিনেত্রীর বাড়ির সামনেই তাকে লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি।

ফতোয়া না মানায় কাশ্মীরে অভিনেত্রীকে হত্যা আন্তর্জাতিক ডেস্ক ১ মিনিটে পড়ুন ধারণা করা হচ্ছে, ফতোয়া না মানার জন্যই তাকে টার্গেট করা হয়েছিল। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ৩৫ বছর বয়সী অভিনেত্রীর ভাতিজাও গুলিতে আহত হয়েছেন। আমরিন কাশ্মীরে বেশ জনপ্রিয় মুখ। টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বেশ সক্রিয় ছিলেন তিনি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলাকারীরা লস্করের সদস্য ছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলার পর বুধগামজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জিহাদিরা দ্রুত ধরা পড়বে বলেই আশা কাশ্মীর পুলিশের। মঙ্গলবার (২৪ মে) শ্রীনগরে ঠিক একই ধাঁচে নিজের বাড়ির সামনে এক পুলিশকর্মীকে গুলি করে খুন করে বিদ্রোহীরা। সইফুল্লাহ কাদরি নামের ওই পুলিশকর্মীর

সাত বছরের মেয়েও তাদের গুলিতে আহত হয়। পুলিশের ধারণা, বারামুলায় লুকিয়ে থাকা ‘হাইব্রিড’ জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছে। পরপর একই ধাঁচে এ হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। আরও পড়ুন: কাশ্মীরের নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন অভিনেত্রী আমরিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে উপত্যকার রাজনৈতিক মহলও। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আবদুল্লাহ এ ঘটনার তীব্র নিন্দা

করেছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার (২৬ মে) সকালে কুপওয়ারায় জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তারক্ষীরা। অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে তিন জঙ্গিকে। যদিও ওই জঙ্গিদের এখনো শনাক্ত করা যায়নি।

Related Articles

Back to top button