Uncategorized

মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জয়ার ছবি পোস্ট করলেন অমিতাভ!

টালিউডে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘মন্টু পাইলট’ নতুন সিজনে তার অভিনয়

প্রশংসা কুড়াচ্ছে। বুধবার ছিল মিথিলার জন্মদিন। দুই বাংলা থেকেই শুভেচ্ছায় ভেসেছেন এদিন। তবে সব শুভেচ্ছাবার্তা ছাপিয়ে সোশ্যাল

মিডিয়ার হ্যান্ডেলে নজর কেড়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’ নির্মাতার শুভেচ্ছাবার্তায় ছিল ব্যতিক্রমতা। মিথিলাকে শুভেচ্ছা জানাতে তিনি মাঝে টেনে আনলে নিলেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে! মূলত রসিকতার ছলে এ গুণী নির্মাতা বোঝাতে চাইলেন, জয়ার মতো কলকাতায় জনপ্রিয় হয়ে উঠছেন মিথিলাও। অমিতাভ রেজা তার ওয়ালে জয়া আহসানের একটি ছবি

প্রকাশ করে ক্যাপশনে লেখেন— ‘Happy birthday Rafiath Rashid. তোর ছবি ফোন-এ নাই, তাই আপাতত জয়া আহসানের দিলাম। বাসায় গিয়ে পাল্টায়ে দিচ্ছি। On a serious note… তোর চেয়ে ভালো বন্ধু আমার industryতে নাই। love ❤️ love ❤️.’ প্রসঙ্গত, টালিউড ও ঢালিউড দুই ইন্ডাস্ট্রিতেই দারুণ ব্যস্ত হয়ে উঠেছেন মিথিলা। মিথিলার তালিকায় দুই বাংলার হাফ ডজন ছবি। ‘মন্টু পাইলট’-এর পর শিগগিরই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয় খুকু আয়া’। এটি নির্মাণ করেছেন শৌভিক কুণ্ডু। এ ছাড়া অনন্য

মামুনের ‘অমানুষ’, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ তে দেখা যাবে মিথিলাকে।

Related Articles

Back to top button