প্রেমিকাকে ভিডিওকলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা






প্রেমিকাকে ভিডিওকলে রেখে ফজলে রাব্বি সোলাইমান নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমিকার সঙ্গে





মনোমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত





কলেজছাত্র ফজলে রাব্বি সোলাইমান চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের টুলু মিয়ার ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সদর থানা পুলিশ জানায়, প্রেমঘটিত বিষয় নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর সূত্র ধরে মঙ্গলবার রাত ২টার দিকে ফজলে রাব্বি প্রেমিকাকে ভিডিওকলে রেখে ঘরের আড়ায় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগান। পরে প্রেমিকা কলেজছাত্রের পরিবারকে বিষয়টি জানায়। ঘরের দরজা ভেঙে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত





ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কলেজছাত্রের লাশ মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে। এখনও কোনো মামলা হয়নি।