Uncategorized

প্রবাসে নিরুদ্দেশ স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের প্রলোভনে নিরুদ্দেশ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওই গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন ওই নারী (২৭)। ভিকটিমের সিনিয়র আইনজীবী কাজী মীর হোসেন জানান,

বেগমগঞ্জ থানার ছয়ানী ইউনিয়নের নারীর বিয়ের তার মায়ের টাকায় তার স্বামীকে তিন বছর আগে সৌদি আরব পাঠান। তখন থেকে তার স্বামী নিরুদ্দেশ হয়ে যায়। এর পর থেকে ভিকটিম শ্বশুরবাড়িতে বয়োবৃদ্ধ শাশুড়ির সঙ্গে বসবাস করে আসছিলেন। বছরখানেক আগে থেকে আবদুল্লাহ (২৬) নামে এক যুবক তাকে বিভিন্ন কুপ্রলোভন দেখিয়ে আসছিল। কিন্তু কোনোরকমেই ভিকটিমকে রাজি করাতে না পেরে ২০২১

সালের ৩০ অক্টোবর রাত ১১টায় ভিকটিমের ঘরে তাকে একা পেয়ে তার ঘরে ঢুকে কোরআন শপথ করিয়ে বিয়ের মিথ্যা নাটক সাজায়। এর পর থেকে প্রায় সময় তাকে ধর্ষণ করত সে। ইতোমধ্যে ভিকটিম ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভিকটিম আবদুল্লাহকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে উঠিয়ে নিতে বলে। এ ঘটনার পর গত বৃহস্পতিবার আবদুল্লাহর বাবা আবুল খায়ের, মা সামছি আকতার, বোন সুমি ও সীমা তাকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় ভিকটিম মঙ্গলবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর

বিচারক জয়নাল আবেদীনের আদালতে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদীন ভিকটিমের মামলা আমলে নিয়ে বেগমগঞ্জ থানার ওসিকে মামলাটি রেকর্ড করে আদালতকে অবহিত করার আদেশ দেন। ভিকটিমের নিরাপত্তার প্রতি সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

Related Articles

Back to top button