Uncategorized

জব্দ তেল খোলাবাজারে ১১০ টাকা লিটার বিক্রির নির্দেশ

রাজশাহীর বাগমারার তাহেরপুরে পুলিশের অভিযানে জব্দ ২৫ হাজার ৭৯৪ লিটার তেল খোলাবাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এ নির্দেশ দেন। আদালতের

জিআরও আজিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত তেল আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে বিক্রি করতে হবে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আদালত সূত্রে জানা গেছে, একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল নিতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য ভোক্তা পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করতে হবে। গত ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদাম থেকে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল

জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে। তবে পালিয়ে যান মজুদকাণ্ডে যুক্ত স্বপনের বড়ভাই রফিকুল ইসলাম। তাদের দুজনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় বাগমারা থানায়।

Related Articles

Back to top button