Uncategorized

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়া দোনবাসে যে হামলা চালিয়েছে এটি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে

সবচেয়ে বড় হামলার ঘটনা’। কুলেবা টুইটে আরও বলেছেন, রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের যে পরিমাণ অস্ত্র প্রয়োজন সে পরিমাণ

অস্ত্র ইউক্রেন পেয়ে গেছে সেটি বলা যাবে না। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বুঝিয়েছেন, তাদের আরও অস্ত্র প্রয়োজন। তিনি মিত্র দেশগুলোর কাছে অনুরোধ করেছেন, তারা যেন অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর বিষয়টি দ্রুত সময়ের মধ্যে করেন। এ ব্যাপারে টুইটে কুলেবা লিখেছেন, এখনই বলা যাবে না ইউক্রেনের যে পরিমাণ অস্ত্র প্রয়োজন সেগুলো তারা পেয়েছে। দোনবাসে রাশিয়ার হামলা হলো নির্মম যুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের

পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় হামলা। তিনি আরও বলেন, আমি মিত্রদের অনুরোধ করছি অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর কাজটি দ্রুতগতিতে করুন। বিশেষ করে মাল্টিপল রকেট লঞ্চার, দূরপাল্লার কামান এবং সেনা বহনকারী যান।

Related Articles

Back to top button