এক পাঙ্গাস মাছের দাম ২৬ হাজার!






রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় জেলে সালাম হালদারের জালে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ





ধরা পড়েছে। মাছটির দাম হাঁকা হয়েছে ২৬ হাজার টাকা। সোমবার দিবাগত রাতে দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় ২০ কেজি ওজনের পাঙ্গাস





মাছটি ধরা পড়ে। এ বিষয়ে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, মঙ্গলবার সকালে দৌলতদিয়া রওশন আড়তদারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় কিনে নেই। পরে মাছটি আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি কেজি ১ হাজার ৩শ টাকা দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করেছি। এতে আমার প্রতি কেজিতে ৫০ টাকা করে লাভ হয়েছে বলে জানান তিনি। এ





বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান যুগান্তরকে বলেন, বর্ষা মৌসুমে এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা বেড় জালে ধরা পড়ে থাকে।