ফাঁকি দিলেও চ্যাম্পিয়ন লিগে রিয়ালকে সমর্থন দিচ্ছেন এমবাপ্পে






আসি আসি করেও কিলিয়ান এমবাপ্পে ফাঁকি দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোটি কোটি সমর্থকদের। গত কয়েক বছরে ইউরোপিয়ান ফুটবলে তার





ভবিষ্যৎ ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদকেই ধরে নেওয়া হচ্ছিল। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার এতোটাজুড়ে তিনি ছিলেন যে দলটা





রোনালদোর বিদায়ের পর হ্যাজার্ড ছাড়া বড় কোনো তারকার দিকে হাত পর্যন্ত বাড়ায়নি। সেই এমবাপ্পে নতুন করে চুক্তি করে ফেলেছেন পিএসজির সঙ্গেই। তবে সমর্থক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার সমর্থন থাকছে রিয়ালের পক্ষেই। ফাঁকি দিলেও চ্যাম্পিয়ন লিগে রিয়ালকে সমর্থন দিচ্ছেন এমবাপ্পে খেলার সময় ২ মিনিটে পড়ুন ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় চুক্তিতে পিএসজিতেই থেকে গেছেন বিশ্বকাপজয়ী





ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে তিনি না আসায় বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। উঠতি দিনগুলো থেকেই এমবাপ্পের সঙ্গে জড়িয়েছে লস ব্লাঙ্কোসদের নাম। তিনি নিজেও একজন রিয়াল মাদ্রিদ সমর্থক। বিভিন্ন সময়ে নিজের মুখে রিয়াল মাদ্রিদ ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। তার ঘরের দেয়াল জুড়ে মাদ্রিদ আর রোনালদোর ছবি দেখে এসেছে ফুটবল বিশ্ব। কিন্তু সুযোগ পেয়েও





সেই মাদ্রিদে আসেননি তিনি। মাদ্রিদে না এলেও এমবাপ্পের মাদ্রিদ প্রেম কমেনি। অন্তত তার কথায় সে রকমই আভাস। এমবাপ্পে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবার আগে তিনিই সমর্থন দেবেন রিয়াল মাদ্রিদকে। আরও পড়ুন:এমবাপ্পের বিশ্বাসঘাতকতার পর কাদের দিকে নজর দিচ্ছে রিয়াল? এমবাপ্পে মাদ্রিদে না আশায় তার ওপরে বেজায় ক্ষ্যাপা রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। শুধু পেরেজই নন, লা লিগার সভাপতি তো রীতিমত পিএসজির বিরুদ্ধে উয়েফার নিকট নালিশই জানাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আর্থিক স্থিতি নষ্টের অভিযোগে। এমবাপ্পে





নিজেও মানছেন তিনি মাদ্রিদে না আসায় হতাশায় ভুগছেন মাদ্রদিস্তারা। নিজের টুইটার থেকে অবশ্য তার প্রতি এমন আগ্রহ দেখানোয় রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এমন একটা প্রতিষ্ঠান আমাকে চাইছিল, এর বিশালতা সম্পর্কে আমি জানি। তাদের হতাশাটাও আঁচ করতে পারছি আমি।’ প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই পথে নকআউট পর্বের ম্যাচে এমবাপ্পের পিএসজির বিপক্ষে প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে রূপকথার প্রত্যাবর্তন গল্প লিখে কোয়ার্টার ফাইনালে উঠেছিল লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পে জানালেন, ফাইনালে সমর্থনটা রিয়ালের প্রতি থাকবে তার। বললেন, ‘প্যারিসে আমার ঘরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমিই হবো তাদের সবচেয়ে বড় ভক্ত।, আরও পড়ুন:এমবাপ্পেদের কোচ হচ্ছেন না জিদান প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে এই মৌসুমে





ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স করেছেন এমবাপ্পে। নিজে ৩৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৬টি গোল। কিন্তু এখনো উন্নতির জায়গা দেখেন তিনি। পিএসজির হয়ে এটাই তার সেরা মৌসুম নয় বলেই জানালেন তিনি। এমবাপ্পে বলেন, ‘আমি নিশ্চিত যে আমি এখানে আরও বেড়ে উঠতে পারব। একটা ক্লাব, যা শীর্ষে থাকতে প্রাণপণ চেষ্টা করছে। ফ্রান্সে থেকে আরও বেড়ে ওঠার সুযোগ পেয়ে আমি খুবই খুশি