ওয়ার্ড আ.লীগ সভাপতির আলমারিতে ২২৩৫ ইয়াবা ৮টি চোরাই মোবাইলওয়ার্ড আ.লীগ সভাপতির আলমারিতে ২২৩৫ ইয়াবা ৮টি চোরাই মোবাইল






ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামি চোরাই মোবাইল ফোন, ইয়াবা প্যাকেট করার মেশিন ও মাদক সেবনের





সরঞ্জামসহ আব্দুল কাদির মোল্লাকে (৭০) গ্রেফতার করা হয়েছে। তিনি আখাউড়া পৌরশহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে





দায়িত্ব পালন করছেন। শনিবার গভীর রাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে মাদকবিরোধী টাস্কফোর্স তাকে গ্রেফতার করে। তার বাড়ির স্টিলের আলমারি থেকে ইয়াবা ও মোবাইলসহ এসব জিনিস জব্দ করা হয়। এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে তালিকাভুক্ত একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চিহ্নিত মাদক চোরাকারবারি সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। মাদকদ্রব্য





নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের দেবগ্রামের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির মোল্লার বাড়িতে শনিবার গভীর রাতে অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক





মোস্তাফিজুর রহমান যুগান্তরকে জানান, এ সময় তার বসতঘরের স্টিলের আলমারি তল্লাশি করে দুই হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামি চোরাই মোবাইল, ইয়াবা প্যাকেট করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১৩ লাখ ১৭ হাজার টাকা। রোববার দুপুরে আখাউড়া থানায় সোহাগ মোল্লাকে পলাতক আসামি দেখিয়ে গ্রেফতারকৃত কাদির মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাদির মোল্লা ও সোহাগ মোল্লার বসতঘরে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে কাদির মোল্লার ঘর থেকে ২ হাজার ২৩৫ পিস ইয়াবা, চোরাই





মোবাইলসহ বিভিন্ন মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়। সোহাগ মোল্লা একজন কুখ্যাত মাদক কারবারি। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়।