এ কেমন শত্রুতা






বগুড়ার শেরপুর পৌরশহরের বারোদুয়ারী হাটের একটি চায়ের দোকানের টিউবওয়েলের মধ্যে দুর্বৃত্তরা শত্রুতা করে বিষ দিয়েছে। রোববার সকালে





শেরপুর হাটের গরুহাটি এলাকায় রনি চা স্টলের টিউবওয়েলের মধ্যে এ বিষ দেওয়া হয়েছে। শ্রী রনি চন্দ্র সরকার পৌরশহরের দক্ষিণ সাহাপাড়া





এলাকার শ্রী রবিন চন্দ্র সরকারের ছেলে। রনি সরকার জানান, গত বৃহস্পতিবার শেরপুর হাটের দিন ছিল। সেই দিন হাটে চায়ের দোকানে চা বিক্রি করার সময় টিউবওয়েলটি সন্ধ্যায় নষ্ট হয়ে যায়। পরে বিক্রি বন্ধ করে বাড়ি চলে যান। সোমবার আবার হাটের দিন হওয়ায় হাটের আগের দিন রোববার সকালে মিস্ত্রি নিয়ে টিউবওয়েল মেরামত করতে আসেন তিনি। পরে টিউবওয়েলের কাছে আসলেই মিস্ত্রি বিষের গন্ধ পান। পরে





টিউবওয়েল খুলে ভিতরে বিষ দেওয়া দেখতে পান। এ ঘটনা স্থানীয় দোকানদার জানালে তারাও এসে টিউবওয়েলের মধ্যে বিষ দেখতে পান। টিউবওয়েলটি মেরামত করে পানি তুলতে শুরু করলে বিষাক্ত সাদা পানি বের হতে শুরু করে। প্রতিবেশী দোকানিরা জানান, এই এলাকায় একটিমাত্র টিউবওয়েল আমরা সবাই সেখান থেকে পানি নিয়ে খাই। কে যেন শত্রুতা করে টিউবওয়েলের মধ্যে বিষ দিয়েছে। আমরা এর সুষ্ঠু





বিচার চাই। এ বিষয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সাম্মাক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে