Uncategorized

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতি ডলফিন

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি জীবিত ইরাবতি মা ডলফিন। রোববার সকাল ৯টায় সৈকতের আন্ধারমানিক নদীর

মোহনায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন। ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল

হোসেন রাজু জানান, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং জালে পেঁচানো ছিল। এটি জীবিত অবস্থায় ভেসে আসে। পরে সকাল ১০টার দিকে এটি মারা যায়। এটির পেটে বাচ্চা রয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ফিশের জীববৈচিত্র্য প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই প্রথমবারের মতো কুয়াকাটা সৈকতে জীবিত ইরাবতি

প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির মাঠ সমন্বয়কারী জিএম মাসুম বিল্লাহ জানান, এটি ইরাবতি ডলফিন। এরা উপকূল বা নদীর মোহনায় বিচরণ করে।

Related Articles

Back to top button