Uncategorized

প্রেমিকার ভয়ে বিয়ের আসর থেকে পালালেন বর!

প্রায় সাড়ে সাত বছরের প্রেমের সম্পর্ক গোপন করে পাশের এলাকায় বিয়ে চেষ্টা চালান প্রেমিক। সবকিছু ঠিকঠাক করে শুক্রবার (২০ মে)

বিয়ে করতে যান তিনি। এমন খবর পেয়ে প্রেমিকা বিয়ে বাড়িতে ছুটে গিয়ে লঙ্কাকাণ্ড ঘটান। এ সময় কনের বাড়িতে ঢোকার আগেই প্রেমিকার

ভয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বর। এতে কনেরপক্ষ বিব্রত হওয়ায় পণ্ড হয় বিয়ে। শুক্রবার( ২০ মে) জুম্মাবাদ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদালি গ্রামে এমন ঘটনা ঘটে। প্রেমিকার ভয়ে বিয়ের আসর থেকে পালালেন বর! অপূর্ব অপু ১ মিনিটে পড়ুন স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চরআবদালী গ্রামের এক তরুণীর সঙ্গে পারিবারিক ভাবে প্রস্তাবের মাধ্যমে পার্শ্ববর্তী মহাবাজ এলাকার

ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা টিপু মল্লিকের ছেলে মৃদুলের বিয়ে ঠিক হয়। পূর্বনির্ধারিত অনুযায়ী শুক্রবার কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুমার নামাজের পর বিয়ের কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি খাওয়া-দাওয়া শেষে কনেকে বরের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেয় পরিবার। কিন্তু জুমার নামাজের আগে বর মৃদুলের বাড়ির পাশের বাড়ির এক মেয়ে তার বোন ও মাকে নিয়ে কনের

বাড়িতে হাজির হয়। এ সময় ওই মেয়ে নিজেকে মৃদুলের প্রেমিকা বলে দাবি করে। মৃদুলের স্বজনদের সামনেই দীর্ঘ সাত থেকে সাড়ে ৭ বছরের প্রেমের নানান ঘটনা প্রমাণসহ বলতে থাকেন তিনি। আরও পড়ুন: যশোরে-পিতার-হাতে-পুত্র-ও-প্রেমিকের-হাতে-প্রেমিকা-খুন এসব শুনে ও দেখে অবাক হন কনে পক্ষ ও স্থানীয়রা। এদিকে কনে বাড়িতে প্রেমিকার আসার খবর শুনেই বর মৃদুল পালিয়ে যান। পরে স্থানীয়রা কনের পরিবারের সম্মতিতে বিয়ের কার্যক্রম বাতিল করে দেয়। স্থানীয় ইউপি সদস্য রেহেনা বেগম জানান, সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা কনের বাবার সাথে আলোচনা করে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়। কনের

বাবা জানান, তার মেয়েকে মৃদুলের সাথে বিয়ে না দেওয়ার কথা বর পক্ষকে জানিয়ে দেওয়া হ‌য়ে‌ছে। পরে বরপক্ষের লোকজনসহ কিছু অতিথি না খেয়েই ঘটনাস্থল ত্যাগ করেছে।

Related Articles

Back to top button