এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ






শুক্রবার (২০ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, আমার মনে হয় এশিয়া কাপ আয়োজন নিয়ে এখন কথা বলা আমাদের উচিত





হবে না। তবে যদি কোনো পরিবর্তন আসে। তাহলে প্রথম পছন্দ হিসেবে বাংলাদেশেই হবে। যদি ওরা মনে করে ওরা পারবে না, তাহলে





আয়োজক হিসেবে আমরাই প্রথম পছন্দ থাকব। এ সময় পাপন ভারতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গেও বসার কথা জানান। তিনি বলেন, আগামী ২৪ মে, ভারতে আইপিএল দেখতে যাব। সেখানে আইসিসি এবং এসিসির সব ডিরেক্টর যাবেন। যদি শ্রীলঙ্কা মনে করে যে ওরা এশিয়া কাপ আয়োজন করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশই এগিয়ে





যাবে আয়োজনের জন্য। আরও পড়ুন: বাদ পড়াদের জন্য অনুপ্রেরণা বিজয় এর আগে এসিসির বরাত দিয়ে ক্রিকেট ডটকম জানিয়েছে, অস্থিরতার কারণে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের স্বত্ব হারাতে পারে শ্রীলঙ্কা। আর বিকল্প আয়োজক দেশ হিসেবে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে। যদিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে নিয়েও গুঞ্জন ছিল। তবে আগস্ট-সেপ্টেম্বরের যে সময়টাতে এশিয়া কাপ





হওয়ার কথা, সে সময়ে গরমের কারণে দেশটিতে আয়োজন সম্ভব নাও হতে পারে। তাই সম্ভাবনা বেশি বাংলাদেশের। ক্রিকেট ডটকম জানিয়েছে, শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। শ্রীলঙ্কা আসর আয়োজন সম্ভব না হলে বাংলাদেশ হতে পারে বিকল্প। আরও পড়ুন: ভাইকে অন্যায্য সুবিধা দিতে গিয়ে বিপাকে বাবর আজম কদিন আগে যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, এটার স্বত্ব শ্রীলঙ্কান বোর্ডের। লঙ্কান বোর্ড মনে করছে তারা আয়োজন করতে পারবে। যদি কখনো এ বিষয়ে কোনো আলোচনা হয় তা একটা





প্রক্রিয়া মেনেই হবে। এ বিষয়গুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ফোরামে আলোচনা করা হয়। সে ধরনের আলোচনা এখন পর্যন্ত হয়নি বা আমরা এমন কোনো বিষয়ে অবগত নই।