Uncategorized

ছোটবেলায় বিয়ে করে ভুল করেছি: মিথিলা

একটি বিনোদন মাধ্যমে সম্প্রতি মিথিলার এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে উপস্থাপক প্রশ্ন করেন মিথিলার জীবনে করা সবচেয়ে বড়

ভুল কোনটি। কিছুক্ষণ ভেবে মিথিলা উত্তর দেন খুব ছোট বয়সে বিয়ে করে ফেলা। এখানে আর ভক্তদের বুঝতে বাকি থাকে না যে তাহসানের

সঙ্গে নিজের বিয়ের কথাই বলছেন মিথিলা। তবে কি তাহসানকে বিয়ে করা ভুল ছিল মিথিলার? এমন সকল মন্তব্যে ছেয়ে যায় নেটমাধ্যম। আরও পড়ুন: নুহাশের অর্জন গুরুত্বপূর্ণ কেন ছাত্রজীবনে দীর্ঘদিন প্রেমের পর ২০০৬ সালের ৩ আগস্ট সঙ্গীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেন রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেন একাধিক গানের অ্যালবাম। ২০১৩ সালের ৩০ এপ্রিল কন্যা সন্তান

আইরার আগমন ঘটে তাহসান মিথিলার জীবনে। আরও পড়ুন: ঐশ্বরিয়া-বর্ষা এক ফ্রেমে এরপর হঠাৎই পুরো দেশকে অবাক করে দিয়ে ২০১৭ সালের জুলাইয়ে বিবাহ বিচ্ছেদ ঘটে তাহসান-মিথিলার। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

Related Articles

Back to top button