Uncategorized

মেয়েকে ধ’র্ষ’ণ’চেষ্টা, বিচার চাওয়ায় বাবার বিরুদ্ধে মা’মলা

মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকের স্ত্রী ও মেয়েরা এমন অভিযোগ করেন। ভুক্তভোগী কৃষকের

বাড়ি নগরীর মেহেরচন্ডী এলাকায়। তার চার মেয়ে। আর অভিযুক্তরা হলো একই এলাকার মৃত জসিম কামারের ছেলে মো. কুরমান, তার স্ত্রী

সুমি, বোন আঙ্গুরা বেগম, নুরজাহান ও ভাগনে রমজান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কৃষকের স্ত্রী। তিনি বলেন, ‘২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি আমার ছোট মেয়েকে ধর্ষণচেষ্টা চালায় কুরমান আলী। থানায় মামলা করলে তিনি গ্রেফতার হন। তবে জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে চাপ দেন আমাদের। আরও পড়ুন: বিধবার ধর্ষণ মামলায় এসআই কারাগারে মামলা প্রত্যাহার না করায় আমার

স্বামীর বিরুদ্ধে এ বছরের ২৫ এপ্রিল ধর্ষণের মিথ্যা মামলা করেছে তার বোন আঙ্গুরা। অথচ মামলায় উল্লেখ করা ঘটনার সময় আমার স্বামী গ্রামেই ছিলেন না। তিনি পাশের বাজারের একটি ইলেকট্রনিকসের দোকানে ছিলেন।’ তিনি আরও বলেন, ‘মামলার আগে আসামিরা কয়েক দফা হামলা চালায় আমাদের ওপর। এ বছরের ১২ জানুয়ারি আমার ওপর হামলা চালায় কুরমান ও তার ভাগনে রমজান। আমার মাথায় আঘাত করে। আমাকে বাঁচাতে এলে আমার মেজো মেয়েকে অস্ত্র দিয়ে আঘাত করে।’ তিনি বলেন, ‘আমার মেয়ের ডান হাতে চারটি সেলাই দিতে

হয়। ওই হামলার ঘটনায় জড়িত কুরমান ও রমজান ছাড়াও সুমি, নুরজাহান, আঙ্গুরার বিরুদ্ধে ৩০ জানুয়ারি আদালতে মামলা করি।’

Related Articles

Back to top button