Uncategorized

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জন হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১২ জনই ঢাকার হাসপাতালে ভর্তি

রয়েছেন। এর আগের দিন (সোমবার) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮ জন। সবমিলিয়ে গত দুই দিনে মোট ২০ জন ডেঙ্গু

রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নারায়ণগঞ্জে ২ ইয়াবা ব্যবসায়ীর যাবজ্জীবননারায়ণগঞ্জে ২ ইয়াবা ব্যবসায়ীর যাবজ্জীবন মঙ্গলবার (১৭ মে) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১২ জনই ঢাকার বাসিন্দা। এই

সময়ে ঢাকার বাইরের কোন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি। কোরবানিতে দেশের বাইরে থেকে একটি পশুও আসবে না’কোরবানিতে দেশের বাইরে থেকে একটি পশুও আসবে না’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। তাদের মধ্যে প্রত্যেকেই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি

হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২২৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০৩ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

Related Articles

Back to top button