আলোচিত খবর

বাড়িতে একা নাতনি, ঘরে ঢুকেই ভয়ংকর রূপ নেন ৬০ বছরের নানা

শেরপুরের নালিতাবাড়ীতে একা পেয়ে ১৭ বছর বয়সী নাতনিকে

ধর্ষণের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত

নানাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আব্দুল ওয়াদুদ খাঁ। ৬০ বছর বয়সী ওয়াদুদ ওই ইউনিয়নের আব্দুল কুদ্দুস খাঁর ছেলে। স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে প্রতিবেশী নানা-নাতনি। বৃহস্পতিবার বিকেলে বাড়ি খালি পেয়ে নাতনির ঘরে ঢোকেন ওয়াদুদ। পরে তাকে ধর্ষণ করেন। স্বজনরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। এরপর ওয়াদুদকে আটক করে পুলিশ। নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল

জানান, এ ঘটনায় ওয়াদুদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। পরে সেই মামলায় ওয়াদুদকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button