আল-আকসা চত্বরে সংঘর্ষ, ৩১ ফিলিস্তিনি আহত






ফের জেরুজালেমের আল-আকসা মসজিদের চত্বরে ফিলিস্তিনিদের





সাথে ইহুদিবাদি ইসরায়েলি পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর





পাওয়া গেছে। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৩১ ফিলিস্তিনি আহত হয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করতে আরব লীগের আহ্বানের পরদিনই এ ঘটনা ঘটলো। গতকাল





বৃহস্পতিবার জোটটি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানায়। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এই ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জোটটি। এছাড়া প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ফজরের নামাজ শেষে ওই এলাকায় যাওয়ার পর রাবার বুলেট এবং স্টান গ্রেনেড ছুড়ে। এ সময় সেখানে প্রায় দুইশ’র মতো ফিলিস্তিনি ছিলেন। যার মধ্যে কেউ কেউ পাথর ছুড়ছিলেন। আল-আকসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। এর ফলে বৃহৎ পরিসরে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে জড়িয়ে যায় কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্চের পর থেকে ইসরায়েলের সেনারা পশ্চিম তীরে অভিযানের নামে অন্তত ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। অপরদিকে ইসরায়েলের পুলিশ ও চিকিৎসকরা জানান, সম্প্রতি ইসরায়েলে বেশ কিছু হামলায় অন্তত ১৪ ইসরায়েলি নিহত হয়েছেন। উল্লেখ্য, আল-আকসা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। যে এলাকা ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধ দখল করে নেয়। যদিও এ ভূমির ওপর ইসরায়েলের কর্তৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এদিকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা মিলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা। সুত্রঃ রয়টার্স