মুসলিমদের ওপর নৃশংসতা যা বললেন আফ্রিদি






পবিত্র মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি





বাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক





অধিনায়ক শহীদ আফ্রিদি। একইসঙ্গে ভারতে মুসলিমদের ওপর দমন-পীড়নের ধিক্কার জানিয়েছেন তিনি। শুক্রবার জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে ‘হামলা’ চালায় ইসরায়েলের দাঙ্গাবাজ পুলিশ। এতে কমপক্ষে ফিলিস্তিনের ১৫২ জন নাগরিক আহত হন। এ ঘটনার পর দুই পক্ষের দ্বন্দ্ব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। খবর জিও নিউজের। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত কিছুদিন ধরে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছেন কট্টরপন্থী





হিন্দুরা। মুসলমানদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালাচ্ছেন তারা। পাশাপাশি অপ্রীতিকর ভাষণে তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মুসলিমরা। পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘মুসলিমদের প্রার্থনাস্থল আল আকসায় ইহুদিদের বর্বরোচিত নৃশংসতা এবং ঘৃণার ভিডিও দেখে আমি হতাশ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘একইভাবে ভারতে মুসলিম পরিবারের বাড়িঘর নিশ্চিহ্ন করাও অমানবিক। ভুক্তভোগী সেসব ভাই-বোনের জন্য আমার হৃদয় ডুকরে কাঁদছে।’ সবশেষে পাকিস্তানি তারকা ক্রিকেটার প্রশ্ন ছুড়ে দেন, মানবজাতি কোন পর্যায়ে পৌঁছেছে? Devastated to see the clips of the hate and atrocities happening against Muslims at Al Aqsa mosque, a place of worship. Similarly demolishing Muslim family homes in India is inhumane. My heart goes out to our brothers and sisters, what has mankind come to Ya Rabb Rehem farma ?? — Shahid Afridi (@SAfridiOfficial