টিপ পরায় হেনস্তাকারী সেই পুলিশ সম্পর্কে যা জানা গেল






টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে





কটূক্তিকারী পুলিশ সদস্যকে শনাক্ত করে হেফাজতে নিয়েছে পুকলিশ।





অভিযুক্ত ঐ কনস্টেবলের নাম নাজমুল তারেক। তিনি ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান। নাজমুলকে শনাক্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগকারী





নারীর সঙ্গে ‘কোনো একটি ঘটনা’ ঘটার কথা স্বীকার করেছেন তিনি। সাধারণ ডায়েরির (জিডি) অভিযোগ তদন্ত করে নাজমুল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হলেও সোমবার দুপুর পর্যন্ত আটক দেখানো হয়নি। ডিএমপির তেজগাঁও জোনের জোর প্রচেষ্টায় তাকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। কপালে টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় লাঞ্ছিত ও হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন অভিযোগ করে শনিবার শেরেবাংলা নগর থানায় জিডি করেন কলেজশিক্ষিকা ড. লতা সমাদ্দার। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক।