আলোচিত খবর
মেয়ের ধর্ষককে হত্যার পর টুকরা করে নদীতে ভাসালেন বাবা






মেয়ের অভিযুক্ত ধর্ষণকারীকে হত্যা করেছেন এক বাবা।





তিনি শুধু এতেই ক্ষ্রান্ত হননি, লাশ টুকরো টুকরো করে





নদীতে ভাসিয়ে দিয়েছেন। এই ঘটনা ভারতের। সোমবার দেশটির পুলিশ জানায়, নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে তার বাবা ও মামা হত্যা করে লাশ টুকরো করে মধ্যপ্রদেশের খান্দোয়া জেলার এক নদীতে ভেসে দিয়েছেন। পুলিশ সুপার বিবেক সিং বলেন, রবিবার আজনাল নদীতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির ছিন্নভিন্ন লাশ পাওয়া গেছে। এটি জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ছিন্নভিন্ন দেহের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ, বাড়ি শক্তপুর গ্রামে।