আবারও ভরিতে যত কমল স্বর্ণের দাম






আবারও স্বর্ণের দাম কমেছে। পাঁচ দিনের ব্যবধানে সবচেয়ে





ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমেছে।





এর ফলে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯৯ টাকা। মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সব মানের স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক





দিলীপ কুমার আগারওয়ালা। এর আগে গত ১৫ মার্চ ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। ফলে ভরি স্বর্ণের দাম হয়৭৮ হাজার ১৫৯ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাল থেকে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা। এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।