বাসে তরুণীর ২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি






রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী কাজী জেবুননেসা কামাল।





গত রোববার সন্ধ্যার পর মৌমিতা পরিবহনের বাসে মায়ের সঙ্গে





শনির আখড়া থেকে ফিরছিলেন। এ সময় তার সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রতিবাদ জানান তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ঐ তরুণী ও তার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইছেন। এরপরে লোকটি বাস থেকে তাড়াহুড়া করে নামার চেষ্টা করলে ঐ তরুণী তাকে





কলার ধরে মারছিলেন। একপর্যায়ে ঐ ব্যক্তির টি-শার্ট ছিঁড়ে যায় এবং তিনি বাস থেকে নেমে যেতে সক্ষম হন। এই ঘটনার ২৭ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কি ঘটেছিল সেখানে, কেন ঐ তরুণী লোকটিকে মারছিলেন, কেন লোকটি তাদের কাছে ক্ষমা চাচ্ছিলেন- এরকম নানা প্রশ্নের সৃষ্টি হয়। ঘটনার ব্যাখ্যা দিয়ে জেবুননেসা জানান, সেদিন বাসে জায়গা না থাকায় মাকে ইঞ্জিনের পাশে বসিয়ে দিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে পাশের একটি সিট ফাঁকা হওয়ায় তিনি বসে পড়েন। এর একটু পর ঐ ছাত্রীর পাশে এক ব্যক্তি বসেন।