আলোচিত খবর

১৮০ টাকায় তেল কিনে ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি

নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন অনেকেই বেশি পণ্য মজুত

করে বাড়তি মুনাফা আয়ে ব্যস্ত। তবে এ সময়ে ব্যতিক্রমী ভূমিকা

পালন করছেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি।বাজার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ টাকা ভর্তুকি দিয়ে বিক্রি শুরু করেছেন তিনি। ১৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনে তিনি তা গরিব, অসহায় ও দুস্থ বিক্রি করছেন মাত্র ১৫০ টাকায়। একে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ বলেও আখ্যায়িত করেছেন তিনি। শনিবার (১২ মার্চ) দুপুরে নাভারণ-সাতক্ষীরা মোড়ে ১০০ লিটার তেল গরিব মানুষের মাঝে বিক্রির কার্যক্রম শুরু করেন। এর মাধ্যমে তিনি

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদও জানান। এদিকে, বাজারের চেয়ে ৩০ টাকা কমে তেল পেয়ে এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে ক্রেতারা। মিজানুর রহমান বলেন, ‘যারা অবৈধভাবে তেল মজুত করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিমতা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা পাইকারদের এখনই মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে।’ গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির অনুরোধ জানান। যতদিন তেলের দাম নিয়ে গরিবের নাভিশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত প্রতিদিন বিভিন্ন গ্রামগঞ্জে ও বাজারে এভাবে এ দামে তেল বিক্রি করা হবে। এই কার্যক্রমে অংশ নিতে দেশের সব জায়গা থেকে দানশীল ও সাদা মনের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

Related Articles

Back to top button