আলোচিত খবর

জানা গেল ঈদের তারিখ, এক যোগ করলেই ছুটি ৯ দিন

২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (৮ মার্চ) সেহরি ও ইফতারের

সময়সূচি প্রকাশ করে ফাউন্ডেশন। এবার পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩ এপ্রিল। যদি ৩০ রমজান হয় তাহলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। তবে ঈদের ছুটি ৩ দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবসের ছুটি থাকায় টানা ৬ দিনের ছুটি পাবেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। ২৯ এপ্রিল শুক্রবার থেকে ৪

মে বুধবার পর্যন্ত থাকবে সরকারি ছুটি। ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী যদি ৩ এপ্রিল থেকে রমজান শুরু হয় তাহলে রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। সেক্ষেত্রে ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। পরদিন শনিবার ৩০ এপ্রিল। এরপর শ্রমিক দিবসের সরকারি ছুটি ১ মে রোববার। সোমবার, মঙ্গলবার ও বুধবার ঈদের ছুটি মিলে মোট ৬ দিন। আর কেউ যদি ‘৫ মে’বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিন।

Related Articles

Back to top button