দেশের ২ কোটি পরিবারকে রেশন দিন: জাফরুল্লাহ চৌধুরী






দেশের ২ কোটি পরিবারকে রেশনিংয়ের মাধ্যমে খাবার দেওয়ার প্রস্তাব





দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ।





তিনি বলেন, দেশের ১ কোটি মানুষকে টিসিবির খাবার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এটাও একটা ভুল সিদ্ধান্ত। টিসিবির পণ্যের জন্য লাইন ধরা মানুষদের চেহারা দেখলেও তো বোঝা যায়, কে কোন শ্রেণি থেকে এসেছে। সোমবার (৭ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেছেন, ‘শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে দ্রব্যমূল্য, লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ।’ মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি





বলেন, জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না প্রধানমন্ত্রী। আপনিও হয়তো জিনিসের দাম কমাতে চান, কিন্তু পারছেন না। সেটা আপনার ব্যর্থতা। বিরোধী দল যা করছে তা ন্যায্য আন্দোলন। কিন্তু সেখানেও তাদের ওপর আক্রমণ চলছে। এটা ভুল করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, আগামী বছরের পরীক্ষায় দশম শ্রেণির সিলেবাস থেকে যেস ধর্ম শিক্ষা বাদ দেওয়া না হয়। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ এই সরকারকে প্রতিহত করতেও বলেন ইবরাহিম।