আলোচিত খবর

আমাকে কুকুরের মতো মারধর করা হতো: পুনম

প্রাক্তন স্বামী স্যাম বম্বের নির্যাতনের শিকার হয়ে একাধিক

বার আত্মহত্যা করতে চেয়েছিলেন পুনম পাণ্ডে। সম্প্রতি এক

অনুষ্ঠানে সেই লড়াইয়ের কথা জানালেন অভিনেত্রী। স্যামের সঙ্গে চার বছরের সম্পর্কে ছিলেন পুনম। স্বামীর অত্যাচারের বিবরণ দিতে গিয়ে বলেন, সেই চারটে বছর আমি ঘুমোতে পারিনি। আমি কিছু খেতে পারিনি। আমাকে মারধর করা হত। ঘরে বন্ধ করে রাখা হত। আমার ফোন ভেঙে গিয়েছিল। তাই কোনও ফোন ধরতে পারতাম না। তখন

মনে হত নিজেকে মেরে ফেলি। স্যামের মারধরের কারণে পুনমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানা যায়। তার কথায়, একাধিক বার আমি নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছি। কুকুরের মতো মারধর করা হত আমাকে। তখন আমার মনে হত আমি খুব দুর্বল। ২০২০ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন স্যাম-পুনম। গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। এর পরেই পুলিশ তাকে গ্রেফতার করে। গত নভেম্বরেও পুনমকে শারীরিক নির্যাতন করে হাজতবাস করেন স্যাম।সূত্র-আনন্দবাজার।

Related Articles

Back to top button