আলোচিত খবর

রাশিয়া নিয়ে পাকিস্তানের কাছে যে অনুরোধ জানাল ২২ দেশ

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিস্থিতি গড়ালো সপ্তম দিনে।রাশিয়ার প্রেসিডেন্ট

পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক

মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতিমধ্যে পাকিস্তানে অবস্থিত বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূত পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন জাতিসংঘে সাধারণ অধিবেশনে রাশিয়ার উপর আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়। গত ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই বৈঠকে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার সবশেষ

পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু রাশিয়াকে নিয়ে কোনো সমালোচনা করেনি দেশটি। ২২টি দেশের কূটনীতিকরা একটি যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলে, ইসলামিক রিপাবলিক পাকিস্তানে অবস্থিত মিশনগুলোর প্রধান হিসেবে, আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি রাশিয়ার প্রতি নিন্দা জানাতে আমাদের সঙ্গে যোগ দিন। যে ২২টি দেশের রাষ্ট্রদূত পাকিস্তানকে এ আহ্বান জানিয়েছে সে দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ব্রিটেন। ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ এ সপ্তাহে রাশিয়ার উপর নিন্দা প্রস্তাব আনবে। এটি অনেকটা নিরাপত্তা পরিষদে তোলা ভোটের মতো। গত সপ্তাহের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কিন্তু সেখানে ভেটো দেয় রাশিয়া।এদিকে নিন্দা প্রস্তাব গৃহীত হতে হলে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। সুত্রঃ আল জাজিরা

Related Articles

Back to top button