আলোচিত খবর
নাজনীন মুন্নীকে ‘মৃত’ বলছে






দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে একাত্তর টিভির উপস্থাপক





ও সাংবাদিক নাজনীন মুন্নীকে ‘মৃত’ বলছে ফেসবুক। মঙ্গলবার





(২২ ফেব্রুয়ারি) বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজনীন মুন্নীর অফিসিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখানো হচ্ছে। সাধারণত, কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। ফেসবুক কর্তৃপক্ষ নাজনীন মুন্নীর প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা নাজনীন মুন্নীকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও





সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’ এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে নাজনীন মুন্নী বলেন, ‘জীবিত অবস্থায় নিজেকে মৃত দেখছি। দারুণ বিষয় কিন্তু। কয়জন সেটা দেখতে পায়। এর আগেও একটি গোষ্ঠীর বারবার রিপোর্টের কারণে দুইবার ফেসবুক হারিয়েছি। উদ্ধার করা যায়নি। ফেসবুকের সঙ্গে শত শত স্মৃতি।’