আলোচিত খবর

জায়েদ খানের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ নিপুণের

এবার জায়েদ খানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা

নিপুণ। দাবি করলেন, তার বিরুদ্ধে অপপ্রচার করছেন জায়েদ।

এমনকি টাকা দিয়ে লোকও নাকি নিয়োগ করে রেখেছেন এ অপপ্রচারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ এবং নিপুণের মধ্যে লড়াই চলছে। প্রথমে সেটা কেবল ভোটের লড়াই ছিল, এখন তা আদালত পর্যন্ত গড়িয়েছে। দু’জনেই সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। কিন্তু কে বসবেন চেয়ারে, তা নিয়ে এখনো আদালতের রায় আসেনি। পদ নিয়ে টানাটানির মাঝেই জায়েদ খানের বিরুদ্ধে নতুন এ অভিযোগ তুললেন নিপুণ। রোববার (২০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন।

এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী। তরুণ নায়ক জয় চৌধুরীকে উদ্দেশ্য করে নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া। অন্যদিকে জায়েদ খানকে ইঙ্গিত করে এই নায়িকা বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। নিপুণ জানান, তিনি তার সোর্সের মাধ্যমে এসব বিষয় জানতে পেরেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, আমি কিন্ত কথায় কথায় বলি না যে, আইনি ব্যবস্থা নেব। গতকালও ফেসবুক গ্রুপে নিউজ করেছে, গ্রেফতার হওয়া নিপুণকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যারা এগুলো করছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর আইনি ব্যবস্থা নেব কি না, তা সময়ই বলে দেবে। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুণ ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান। পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে। এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আবার নিপুণ আপিল করেন। সবমিলে পদটি নিয়ে আইনি জটিলতা এখন চরমে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

Related Articles

Back to top button