আলোচিত খবর

ফসলি জমিতে এক রাতেই মাটির রাস্তা বানালো ‘জিন’

ঢাকার ধামরাইয়ে কৃষকের ফসলি জমিতে এক রাতেই রাস্তা বানিয়ে

মানুষকে তাক লাগিয়ে দিয়েছে ‘জিন’। এলাকাবাসীর মাঝে এ খবর

ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ওই রাস্তাটি দেখতে আসেন। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠ থেকে আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকার আহাম্মদ আলীর কৃষি খামার পর্যন্ত সদ্য একটি

মাটির রাস্তা নির্মাণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এ সড়কের বড়নারায়ণপুর মো. আতাউর রহমানের সবজি খামার থেকে পশ্চিম দিকে টাইগার ইটভাটার পাশ দিয়ে পাকা সড়ক পর্যন্ত একটি মাটির রাস্তা এক রাতেই তৈরি করেছে ‘জিন’। তবে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পথচারীরা রাস্তাটি দেখে হতবাক হয়ে যান। কারণ রাত ১১টা নাগাদ তারা দেখেছেন কৃষকের ফসলি জমি, আর সকালে দেখা যায় সেই স্থানে একটি মাটির তৈরি রাস্তা। রাস্তাটি কেউ বানাতে দেখেননি। এজন্য তাদের ধারণা, ‘জিন’ রাস্তাটি রাতারাতি বানিয়েছে।

Related Articles

Back to top button