আন্তর্জাতিক
যে রোগে মারা গেলেন বাপ্পী লাহিড়ী






উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী মঙ্গলবার





রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। বাপ্পী লাহিড়ী একাধিক





শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন ড. দীপক নামজোসি। তিনি বলেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (এমন একটি রোগ যা ঘুমের উপর্যুপরি ব্যাঘাত ঘটায়) কারণে মারা গেছেন বাপ্পী লাহিড়ী। এ রোগে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনো শুরু হয়, কখনো আচমকা বন্ধ হয়ে যায়। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায়, তা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।