এক রাত পড়ে নায়িকা পূজা পেয়েছেন ৪.০৮






২০২১ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।





এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি।





রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন তিনি। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পূজা। পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়ে কৃতকার্য হয়েছেন। পূজা চেরি গণমাধ্যমকে বলেন, পরীক্ষার আগে টানা সিনেমার শুট ছিল। পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই





রেজাল্ট করেছি; তাতেই সন্তুষ্ট। পূজা অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কী করবেন ভবিষ্যতে। জানালেন আইন পড়ার ইচ্ছা রয়েছে তার। এই মুহূর্তে পূজা অপেক্ষা করছেন ‘গলুই’ চলচ্চিত্রটি মুক্তির জন্য। শিশুশিল্পী হিসেবে অভিনয় করা পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ‘গলুই’ ছাড়াও ‘শান’ ও ‘হৃদিতা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামের আরো একটি ছবিতে