আলোচিত খবর

পদত্যাগের পরে মুখ খুললেন নায়িকা রোজিনা

রূপালি পর্দার এক সময়কার জনপ্রিয় নায়িকা রোজিনা। এবারের

আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী

সদস্য হিসেবে জয়ী হয়েও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তিনি জানান, একটা সমিতিতে থাকতে হলে সময় দিতে হয়। সমিতির বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রাখতে হয়। আমার মনে হয়, আমি সেই সময়টা দিতে পারবো না। সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। এছাড়া বেশিরভাগ সময় আমি বিদেশে থাকি। দেশে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকি। এজন্য পদত্যাগ করেছি।’ তিনি আরও বলেন, ‘এখনও অনেক শিল্পী আছে। চলচ্চিত্রের জন্য আপাতত

তারাই যথেষ্ট (যদিও এটা বলা কষ্টের)।’ দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি একটি অনুদানের সিনেমা বানিয়েছি। সেটার কাজ প্রায় শেষের দিকে। অবশ্যই সবাইকে জানিয়ে সিনেমাটি মুক্তি দিবো। আশা করি, আপনারা সবাই মিলে হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে আমি আরও সিনেমা বানাতে উৎসাহী হবো। রোজিনার নতুন সিনেমার নাম ‘ফিরে দেখা’। প্রায় দেড় বছর আগে সিনেমাটির কাজ শুরু হয়েছে। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, নিরব, স্পর্শিয়াসহ অনেকেই।

Related Articles

Back to top button