পীরজাদাকে অবাঞ্চিত ঘোষণা; বললেন ‘আমি মাত্র শুটিং করে এলাম’






আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার





অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে গত ৩০ জানুয়ারি আজীবনের জন্য





অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। গত (২৮ জানয়ারি) নির্বাচনের দিন সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে সেই সংগঠনগুলোর সম্মিলিত সিদ্ধান্তে অনুযায়ী হারুনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। কিন্তু এসবের কোনো কেয়ার করছে না পীরজাদা হারুণ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলা





একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠান পীরজাদা শহীদুল হারুন গণমাধ্যমকে জানান, ‘কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ ছবির শুটিং করেছি। আমি অবাঞ্চিত হলে শুটিং করতাম কীভাবে? তিনি বলেন, কোনো গঠনতন্ত্রে নেই অবাঞ্চিত করা যাবে। সুতরাং অবাঞ্চিত করা নিয়ে কোনো চিন্তা করছি না। যদি করতাম তাহলে শুটিং করতে পারতাম না। আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে একাধিকবার একাধিক শিল্পীদের অবাঞ্চিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্চিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।