বিয়ে না করলে আত্মহত্যা’র হুমকি প্রেমিকার






নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন





করছেন এক নারী। বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিক সাহাবুল হোসেন





সাহনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এদিকে প্রেমিকাকে নিজ বাড়িতে দেখেই পালিয়েছেন অভিযুক্ত সাহাবুল। স্থানীয় ইউপি মেম্বার বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অনশনরত নারী জানান, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে সাহাবুল হোসেন (সাহন) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার





করছে। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন তিনি। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী। এদিকে পলাতক থাকায় অভিযুক্ত সাহাবুল হোসেন সাহনের মন্তব্য পাওয়া যায়নি। তবে সাহনের মা পারুল বেগম বলেন, আমার ছেলের সঙ্গে ঐ মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি। সে আমার ছেলেকে ফুসলিয়ে ফাঁদে ফেলতে চাচ্ছে। মান্দা থানার ওসি শাহিনুর হোসেন জানান, এ নিয়ে ভুক্তভোগী নারী এখনো থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।